ভুয়া পরোয়ানায় কারাভোগ : ক্ষতিপূরণ পেলেন ৩২ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৯ পিএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০২:৩৩ পিএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ভুয়া গ্রেফতারি পরোয়ানা জারির পর সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেনকে কারাগারে রাখার ঘটনায় ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বলে হাইকোর্টকে জানানো হয়েছে।
আজ সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানানো হয়। দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি এ মামলায় ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছিলেন। তিনি এ ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করেছেন। রিটকারীর আইনজীবী এমাদুল হক বশির আদালত বিষয়টি জানান। একইসঙ্গে ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনের আর পরিচালনা করবেন না বলেও আদালতকে জানানো হয়। পরে ওই আইনজীবী সাংবাদিকদের বলেন, ভুয়া গ্রেফতারি পরোয়ানা জারির পর সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেনকে কারাগারে রাখার ঘটনায় হাইকোর্ট ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা দিয়েছিলেন। তার মধ্যে ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ হাতে পেয়েছেন আওলাদ হোসেন। বিষয়টি আদালতকে অবহিত করেছি। রিটকারী আর এ মামলাটি চালাবেন না বলে জানিয়েছেন।