আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না, মিলেমিশে থাকতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৭ পিএম, ৪ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:০১ পিএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
মিয়ানমার সীমান্তে অস্থিরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। সব সময় মিলেমিশে থাকতে চাই। গাজীপুরে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে অনেকগুলো এথনিক গ্রুপ রয়েছে যারা সব সময়ই অস্ত্র ধরে তাদের উপস্থিতি ও দাবি-দাওয়ার জন্য যুদ্ধ করে যাচ্ছে। এখন আমরা যতটুকু জানি, আমাদের সীমান্তের কাছে ‘আরাকান আর্মি’ নামে একটি গ্রুপ এখন যুদ্ধ করছে। এখানে আমাদের কিছু করার নেই, যুদ্ধ তাদের ভেতরেই হচ্ছে। তিনি বলেন, সব সময়ই এই যুদ্ধ আরাকান, না-হয় কোচিন; কোনো না কোনো সীমান্তে যুদ্ধ চলছেই। যেটুকু বিজিবির নজরদারিতে আছে, কাউকে—আরাকান আর্মি, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) কিংবা বিজিপির আর্মি যাতে আমাদের সীমানায় না ঢুকে সে জন্য আমরা বিজিবির সংখ্যা বৃদ্ধি করেছি। কোনো ক্রমে কেউ আমাদের সীমানায় ঢুকতে পারবে না সে রকমই নির্দেশ দেয়া আছে। আমরা মনে করি, আমাদের এখানে তারা আসবে না। আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। সব সময় মিলে-মিশে থাকতে চাই—বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।