সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে পিটার হাসের সবার প্রতি আহ্বান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৪৩ পিএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৪০ এএম, ১২ অক্টোবর,শনিবার,২০২৪
যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
আজ বৃহস্পতিবার ভ্যারিফাইড টুইটার একাউন্ট একটি পোস্ট দিয়ে তিনি এ আহ্বান জানান।
সহিংসতার এই খবরগুলোর সুষ্ঠ তদন্ত করতে এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।
রাষ্ট্রদূত পিটার হাস
সূত্র : ইউ.এস. দূতাবাস ঢাকা