আ’লীগ জনগণের ভোটেই ক্ষমতায় আসে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৮ পিএম, ১০ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৩:৩৫ পিএম, ১৪ অক্টোবর,সোমবার,২০২৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না। জনগণের ভোটেই ক্ষমতায় আসে।
আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার দরিয়ারপাড় ঈদগাহ কমপ্লেক্সের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের শিকার হতে চাই না। অতীতে সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত বাংলাদেশে এসেছি। শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প কেবলই শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ এখন পূর্ণ হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী কাজ করছেন। ২০৪১ সালে আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিণত হব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. আবদুল মান্নানসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি। বুড়িচং-ব্রাহ্মণপাড়া দরিয়ারপাড় ঈদগাহ কমপ্লেক্সের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান মো. আবু জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা ও বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।