খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৫ এএম, ২৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:১০ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, খোন্দকার ইব্রাহিম খালেদ ছিলেন একজন দক্ষ, সৎ ও সজ্জন ব্যাংকার। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে উক্ত প্রতিষ্ঠানের গুণগত পরিবর্তন সাধন করেছিলেন। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সর্বমহলে সুনাম অর্জন করেছেন। ২০১০ সালে শেয়ার বাজারের পতনের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব পালনকালে কোনো চাপের মুখেও কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হননি। কর্মনিষ্ঠ এই মানুষটি নিজ নীতি ও আদর্শে সর্বদাই অটল ছিলেন। তাঁর মৃত্যুতে সৃষ্ট গভীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে আমি তাঁর পরিবারবর্গের ন্যায় গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম খোন্দকার ইব্রাহিম খালেদকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।