বিএনপির দলীয় হুইপ হিসেবে নিয়োগ পেলেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ এএম, ৪ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৮:৫৭ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপির দলীয় হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
আজ শনিবার বিকাল ৩টায় এ তথ্য জানান রুমিন ফারহানা নিজেই।
তিনি বলেন, আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকবো।
আজ শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ সময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিএনপির সংসদীয় দলের টিম লিডার হারুনুর রশীদ এমপি স্বাক্ষরিত আবেদন করা হয়েছে স্পিকারের কাছে।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী ২০১৯ সালের ২৮ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন-৫০ নং আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। রুমিন ঢাকা আইনজীবী সমিতির সদস্য। তিনি আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশি লেখক ও সাংবাদিক হিসেবে পরিচিত। এছাড়া বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অলি আহাদ রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষাসৈনিক। রুমিন ফারহানা হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিংকনস্ ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন।