রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৯ এএম, ৬ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:২৫ এএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। রোজায় যাতে মানুষের কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।
আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।
সচিব বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি করা কিছু পণ্যের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি শুল্ক ছাড় দিতে পারে। প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, করোনার টিকার দ্বিতীয় ডোজ আগামী ৮ এপ্রিল থেকে দেয়া হবে। প্রথম ডোজ ৬ এপ্রিল শেষ হবে। টিকার কোনো সংকট হবে না। দ্বিতীয় ডোজের কার্যক্রম চলতে চলতে বাকি টিকাও চলে আসবে। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে ও নিয়মিত মাস্ক পরে, সে বিষয়টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আজ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আগামী বৃহস্পতিবার এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।