

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬৬, আক্রান্ত ৭ হাজার ২১৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩২ পিএম, ৬ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:১৩ পিএম, ২৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৬৬ জনের মৃত্যু হয়েছে। এটাই দেশে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত বছর ৩০ জুন ৬৪ জন মারা যায় করোনায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৩৮৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৭২১৩ জন। শনাক্তেও রেকর্ড। মোট শনাক্ত ৬ লাখ ৫১ হাজার ৬৫২জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২৯৬৯ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২৩৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৩৬০ টি নমুনা সংগ্রহ এবং ৩৪ হাজার ৩১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৪৮ লাখ ৪৭ হাজার ৯৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।