সরকারি ব্যবস্থাপনায় হজের ২টি প্যাকেজ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৮ পিএম, ৩০ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ১১:২৬ পিএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
আগামী বছরের পবিত্র হজকে সামনে রেখে দু’টি প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
আজ বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন প্যাকেজ দু’টির ঘোষণা দেন।
সরকারিভাবে এবার হজের খরচ ধরা হয়েছে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। অন্য প্যাকেজটির খরচ ধরা হয়েছে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
এছাড়া বেসরকারি মাধ্যমে হজ প্যাকেজ চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা।
সূত্র : ইউএনবি