পীরগঞ্জে কওমী মাদ্রাসার মোহতামিমদের সাথে বিএনপি’র মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৬ পিএম, ১ নভেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ১১:২৭ পিএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
রংপুরের পীরগঞ্জ উপজেলার কওমী মাদরাসার মোহতামিম ও ওলামা-মাশায়েখদের সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছে।
আজ শুক্রবার বাদ জুম্মা উপজেলার কোচারপাড়া বাইতুল গাফুরীর রাহীম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ওই সভায় হাফেজ মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ উন নবী পলাশ চৌধুরী, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ শরিফুল ইসলাম, পীরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম সরকার, হাফেজ সিরাজুল ইসলাম, হাফেজ সিদ্দিকুর রহমান, হাফেজ আনোয়ারুল ইসলাম, হাফেজ মাওলানা মশিউর রহমান প্রমুখ।
উক্ত সভায় উপজেলার ৫৫ টি কওমী মাদরাসার মোহতামিম এবং প্রায় ৪’শ জন শিক্ষক, ওলামা মাশায়েখ এতে অংশ নেন এবং মোহতামিমরা কওমী মাদরাসার বিভিন্ন সমস্যাতুলে ধরে বক্তব্য দেন। পরে তাদেরকে মধ্যহ্ন ভোজ করানো হয়।
সভায় বক্তাগণ বলেন, বিএনপি ইসলাম ধর্ম প্রিয় দল। আমরা কওমী মাদরাসা এবং ওলামা মাশায়েখদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিবো। পাশাপাশি পীরগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
দিনকাল/এমএইচআর