চাঁদের উদ্দেশে আরব আমিরাতের চন্দ্রযান উৎক্ষেপণ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:২৯ পিএম, ১১ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১০:১৯ এএম, ৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
চাঁদের উদ্দেশে পাড়ি দিলো সংযুক্ত আরব আমিরাতের চন্দ্রযান ‘রশিদ রোভার’।
আজ রবিবার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে। মোহাম্মদ বিন রশিদ সেন্টার (এমবিআরএসসি) তাদের অফিশিয়াল টুইটারে এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে।
সিএননের প্রতিবেদনে বলা হয়েছে, এটি মহাকাশে নিয়ে যাওয়া প্রথম আরব-নির্মিত চন্দ্র মহাকাশযান। এমবিআরএসসি-এর নিজস্ব প্রকৌশলীদের তৈরি ১০ কিলোগ্রামের রোভারটি চাঁদের ছবি ও এর ভূপৃষ্ঠের মাটি সম্পর্কে তথ্য পাঠাবে। দুবাইয়ের সাবেক শাসক, প্রয়াত শেখ রশিদ বিন সাইদ আল মাকতুমের নাম অনুসারে এই চন্দ্রযানের নাম রাখা হয়েছে।
দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে, মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের সাহায্যে এটি উৎক্ষেপণ করা হয়। ছোট এ যানটি জাপানের তৈরি মুন ল্যান্ডার হাকুতু-আর মিশনের-১ এর দিকে যাচ্ছে। জাপানের মুন ল্যান্ডারটির মাধ্যমে আরব আমিরাতের চন্দ্রযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে।
তবে চন্দ্রযান উৎক্ষেপণে সফল হলেও, এটি নিশ্চিতভাবে চাঁদে অবতরণ করবে এর নিশ্চয়তা নেই। এখন পর্যন্ত যতগুলো চন্দ্রাভিযান পরিচালনা করা হয়েছে সেগুলোর চার ভাগের তিন ভাগই ব্যর্থ হয়েছে।
বিশ্বে সফলভাবে এ পর্যন্ত চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীনের চন্দ্রযান। সাম্প্রতিক সময়ে ব্যর্থ হয়েছে ভারত ও ইসরায়েলের চন্দ্রাভিযান।
এমবিআরএসসির মহাপরিচালক সালেম আল মারিও জানিয়েছেন, তাদের এ মিশন তখনই সফল হবে যখন চন্দ্রযানটি সফলভাবে অবতরণ করতে পারবে। এর আগে তিনি বলেছেন, যারা রশিদ রোভারটি মহাকাশে উৎক্ষেপণের জন্য নিরলস পরিশ্রম করছেন তাদের অভিনন্দন জানাই। মহাকাশে আরও অভিযান চালানো হবে বলে জানান তিনি।