অতঃপর আমরা তিনজন-বিরুশকা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:২১ পিএম, ১১ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৪৮ এএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অবশেষে এল বহু প্রতীক্ষিত সেই খবর। মেয়ের বাবা হয়েছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক টুইট করে কিছুক্ষণ আগেই জানিয়েছেন এ সংবাদ।
কোহলি টুইটে লেখেন, ‘আমরা খুবই রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি সৃষ্টিকর্তার কৃপায় আমরা মেয়ের বাবা-মা হয়েছি। আমরা আপনাদের এত এত ভালোবাসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আনুশকা আর বাচ্চা দুজনই সুস্থ আছে। আমরা আপনাদের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমরা আশা করি আমাদের ব্যক্তিগত জীবনের ব্যাপারগুলো আপনারা সবাই মাথায় রাখবেন এবং গভীর সহানুভূতির সঙ্গে দেখবেন। ভালোবাসা সবাইকে।’
সন্তানের জন্ম-মুহূর্তে স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টটি খেলেই ভারতে ফিরে আসেন কোহলি। এ নিয়ে বিস্তর সমালোচনা ও বিতর্কের মধ্যেও পড়তে হয়েছে তাঁকে। সুনীল গাভাস্কার, কপিল দেবসহ ভারতের বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারই টেস্ট সিরিজের মাঝখানে দেশে ফিরে আসাটাকে সমর্থন করেননি। নিজেদের খেলোয়াড়ি জীবনের প্রসঙ্গ টেনে কোহলিকে তাঁরা ভাগ্যবানই বলেছেন।
গত ২৭ আগস্ট টুইট করে সন্তান আসার ঘোষণা দিয়েছিলেন কোহলি। তখনই তিনি জানিয়েছিলেন ২০২১ সালের শুরুতেই বাবা হবেন তিনি। টুইটারে আনুশকার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘এবং অতঃপর, আমরা তিনজন!’
২০১৭ সালের ডিসেম্বরে খুব জাঁকজমকের সঙ্গে বলিউড অভিনেত্রী আনুশকাকে বিয়ে করেন কোহলি।