সিলেটে অভিনেত্রীর গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ পিএম, ১২ ফেব্রুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৩:৪০ পিএম, ৬ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪
সিলেট নগরীর খুলিয়াপাড়া আবাসিক এলাকার একটি বাসা থেকে সিলেটি নাটকের এক অভিনেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাসার শয়নকক্ষ থেকে ওই অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়।
তিনি সিলেটের আঞ্চলিক ভাষার কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। ওই অভিনেত্রীর নাম সোনিয়া আক্তার। তিনি দক্ষিণ সুরমা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার পিতার নাম বেলাল আহমদ।
স্থানীয়রা জানিয়েছেন- দুপুরের দিকে পরিবারের লোকজন শয়নকক্ষে সোনিয়ার গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে এই হত্যা, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মা আমিনা খাতুন জানিয়েছেন- সকালে তিনি মেয়েকে নিজ বাসাতে রেখে কর্মস্থলে গিয়েছিলেন। দুপুরের দিকে গলাকাটা লাশ উদ্ধারের খবর পান।