বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা উচ্চঝুঁকিতে : আর্টিকেল নাইনটিন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০৩ এএম, ৮ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৩২ এএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা উচ্চঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে ডিজিটাল প্লাটফর্মে স্বাধীনতার সংকোচন বিষয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের (ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে) বৈশ্বিক অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই বছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’র গ্লোবাল কনফারেন্স ২ থেকে ৪ মে পর্যন্ত লাতিন আমেরিকার দেশ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়। এতে ৮৬টি দেশের প্রায় এক হাজার অংশগ্রহণকারী বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একত্রিত হন। তিন দিনের এই আয়োজনে অনলাইন এবং অফলাইনে ৬০টিরও বেশি সেশনে যোগ দিতে ৩ হাজার ৪০০ জন নিবন্ধন করেন।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আর্টিকেল নাইনটিন।
সংস্থাটি জানায়, গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে বিশ্বজুড়ে কাজ করা পার্টনার এবং স্টেকহোল্ডারদের জন্য এই সম্মেলন একটি কার্যকরী প্লাটফর্ম। ডিজিটাল যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর সমাধান চিহ্নিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও গোপনীয়তার ওপর নজরদারি বৃদ্ধির ফলে সৃষ্ট হুমকি মোকাবিলার জন্য সুনির্দিষ্ট সমাধান তৈরি করা এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে বেশ কয়েকজন বক্তা উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা উচ্চঝুঁকিতে রয়েছে। দিবসটি উপলক্ষে সম্মেলনে আর্টিকেল নাইনটিন ‘ইক্যুয়ালি সেইফ : টুওয়ার্ডস অ্যা ফ্যামিনিস্ট অ্যাপ্রোচ টু দ্যা সেফটি অব জার্নালিস্ট’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের আলোচনায় আর্টিকেল নাইনটিনের আমন্ত্রণে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন বলেন, নারী কর্মীর নিরাপত্তায় দক্ষিণ এশিয়ার গণমাধ্যমগুলোতে গাইডলাইন না থাকা একটি বড় চ্যালেঞ্জ। মিডিয়া হাউসে যখন কার্যকর ‘যৌন হয়রানি প্রতিরোধ নীতি’ থাকে না, তখন দায়মুক্তির সংস্কৃতি বেড়ে যায়। এজন্য সাংবাদিকদের আইনি সহায়তা প্রয়োজন, তবে কেবল ঐচ্ছিক সহায়তার (প্রো বোনো) ওপর সাংবাদিকরা নির্ভর করতে পারেন না। গণমাধ্যমগুলোতে সাংবাদিকদের জন্য আইনি সহায়তা- এটি বাধ্যতামূলক সুবিধা হিসেবে প্রদান করতে হবে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত গণমাধ্যমের বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবনতিশীল অবস্থানের বিষয়ে অনুষ্ঠানে সর্বোচ্চ উদ্বেগ প্রকাশ করে আর্টিকেল নাইনটিন। ২০২১ সালে ১৫২তম থেকে ১৮০টি দেশের মধ্যে ১৬২তম হিসেবে বাংলাদেশের র্যাংকিং দেশটিকে এই অঞ্চলে ‘খুব খারাপ’ অবস্থানে রেখেছে। এ অবস্থান দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে এমনকি পাকিস্তান এবং শ্রীলঙ্কা থেকেও পিছিয়ে দিয়েছে।
আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, এই বছর ইউনেস্কোর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল অবরোধে সংবাদমাধ্যমের স্বাধীনতা’। এই ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে সবচেয়ে খারাপ উদাহরণগুলোর একটি। আর্টিকেল নাইনটিন গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবনমনের বিষয়ে উদ্বিগ্ন। এই সূচকে বাংলাদেশ ১০ ধাপ পিছিয়েছে, যা দেশের জন্য বিব্রতকর।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যম ও ইন্টারনেট উভয়ের স্বাধীনতার জন্যই হুমকি। ২০১৮ সালে জাতীয় নির্বাচনের ঠিক আগে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন পাস করেছিল। একই পথ অনুসরণ করে এবার আগামী জাতীয় নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট নিয়ন্ত্রণের জন্য সরকার নতুন প্রবিধান প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
ফারুখ ফয়সল আরও বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীর এই সূচক বা মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ, বিবৃতি প্রত্যাখ্যান প্রকৃতপক্ষে কোনো সমাধান নয়। বরং সূচকের মাধ্যমে উত্থাপিত সমস্যাগুলোর নিবিড় পর্যালোচনা করা এবং প্রয়োজনে পরিস্থিতির উন্নতির জন্য যথাযথ পদক্ষেপ নেয়াই সরকারের দায়িত্ব। আমরা অবনতিশীল পরিস্থিতির বিষয়ে সরকার, নীতি নির্ধারক এবং নির্বাহী সংস্থাগুলোর নিবিড় মনোযোগ আকর্ষণ করছি এবং এই ইস্যুতে উচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে বর্তমান পরিস্থিতির উন্নতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানাই। এছাড়া আমরা সরকারকে গণমাধ্যমের স্বাধীনতার প্রতি তাদের প্রতিশ্রুতিকে সম্মান করার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিতে চাই।