ছাত্রদল সভাপতির উপর হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৯ এএম, ৪ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:১০ এএম, ১৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
এই মশাল মিছিল থেকে ছাত্রদল নেতারা অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবি করেন। বিচার না করলে রাজপথে সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এই মশাল মিছিলে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোঃ বাবর, শহীদ সালাম বরকত হলের যুগ্ম আহ্বায়ক মোঃ আফ্ফান আলী, যুগ্ম সম্পাদক ইসরাফিল চৌধুরী সোহেল, যুগ্ম সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক, বঙ্গবন্ধু শেখ মুজিব হলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরন, যুগ্ম সম্পাদক রাধেশ্যম বিশ্বাস রাজেস, বঙ্গবন্ধু শেখ মুজিব হলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান, ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল, জোবায়ের আল মাহমুদ, মোঃ শামীম ওসমান, শাহাদাত হোসেন, সালমান আহমেদ সহ প্রমুখ।