

শুধু গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক : বিস্ফোরক অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪ এএম, ২৯ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:১১ এএম, ২১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৩

রাজধানীর মগবাজারের ওয়্যারলেসগেটে বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিস্ফোরক অধিদফতরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ।
আজ সোমবার সকালে বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমদের তিনি এ কথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, হাইড্রোকার্বন হলো প্রাকৃতিক গ্যাসের একটি উপাদান। তবে শুধু গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক।
তিনি বলেন, এখন পর্যন্ত কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে আসল কারণ জানা যাবে। তারা তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ করছেন। তিনি জানান, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়া হবে।
উল্লেখ্য, মগবাজারের শরমা হাউসে বিস্ফোরণের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে।