ধামরাইয়ে সংখ্যালঘু বিধবা নারীকে ধর্ষণ করেছে বখাটে এক যুবক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৫ পিএম, ২ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ১০:৪৯ পিএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
ঢাকার ধামরাইয়ে সংখ্যালঘু বিধবা নারীকে ধর্ষণ করেছে এক বখাটে যুবক ।
জানাগেছে, বুধবার সকাল ৮ টার দিকে ধামরাই উপজেলার নান্নার গ্রামে বিরেন ডাক্তারের ছেলের বিধবা বউ মিতু রানী সরকারকে একই গ্রামের দুদু মিয়ার বখাটে ছেলে ওমর আলী ঘরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পুবক ধর্ষন করে। ওই বিধবা নারী মিতু কৌশলে বাহিরে এসে ধষক ওমর আলীকে ঘরে তালা দিয়ে রাখেন। বিধবার চিৎকারে ধর্ষনের খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে ধষক ওমর আলীকে আটক করে। বিচারের আশ্বাস দিয়ে মাতাব্বর আওলাদ হোসেন ধষক কে ছাড়িয়ে নিয়ে যান। এরপর থেকে ধষক ওমর আলী পলাতক রয়েছে। এ দিকে অসহায় সংখ্যালঘু ধর্ষিতা নারী বিচার চেয়ে মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরছে।
দিনকালের এ প্রতিবেদককে মিতু রানী বলেন ,মাতাব্বরা আমাকে থানায় মামলা করতে নানা ভাবে বাঁধা সৃষ্টি করছে। এ ব্যাপারে ধামরাই থানার ওসি আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।