![Logo](https://dainikdinkal.net/frontend-assests/img/logo.png)
![Logo](https://dainikdinkal.net/frontend-assests/img/logo.png)
সকালে মেয়র আতিকুলের বিরুদ্ধে মামলা বিকেলে খারিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৫ এএম, ২০ অক্টোবর,
বুধবার,২০২১ | আপডেট: ০১:২৮ পিএম, ১৭ জানুয়ারী,শুক্রবার,২০২৫
![Text](/assets/images/1634658938.jpg)
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের পিটিশন মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করেন রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। কিন্তু মামলা নেয়ার মতো কোনো উপাদান না থাকায় এটি খারিজ করে দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন। এর আগে মামলার অভিযোগে বলা হয়েছিল, আসামিরা একে অপরের সহযোগিতায় বাদী ও তার প্রতিষ্ঠানের সম্পত্তি জোর করে দখল করেন। মেয়র আতিকুল ইসলামের হুকুম ও অন্য আসামিদের সহযোগিতায় বিভিন্ন মিডিয়া এবং ডিজিটাল ডিভাইসে ইচ্ছাকৃতভাবে বাদী ও তার পরিবার নিয়ে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শন এবং মানহানিকর তথ্য প্রকাশ করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারায় অপরাধ করেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
![পিলখানা হত্যাযজ্ঞের মামলায় আড়াই শতাধিক আসামির জামিন](/assets/images/1737283403.jpg)
পিলখানা হত্যাযজ্ঞের মামলায় আড়াই শতাধিক আসামির জামিন
![সংস্কার ও নির্বাচন একসাথে চলতে পারে: মির্জা ফখরুল](/assets/images/1737280335.jpg)
সংস্কার ও নির্বাচন একসাথে চলতে পারে: মির্জা ফখরুল
![সংসদ ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিক্ষোভ](/assets/images/1737193352.jpg)
সংসদ ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিক্ষোভ
![ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৬ জনের নামে মামলা](/assets/images/asg_1737178773.jpeg)
ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৬ জনের নামে মামলা
![সংবাদ চুরি করে যারা গণমাধ্যম চালায়, তাদের বন্ধ করে দেওয়া উচিত: শফিকুল আলম](/assets/images/1737132204.jpg)