![Logo](https://dainikdinkal.net/frontend-assests/img/logo.png)
![Logo](https://dainikdinkal.net/frontend-assests/img/logo.png)
ট্রেনের ধাক্কায় জাবির ডেপুটি কম্পট্রোলার নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২২ পিএম, ৭ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৭:৪৩ পিএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫
![Text](/assets/images/1636266154.jpg)
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কম্পট্রোলার আশরাফুল আলম (৪৫) নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৬ নভেম্বর) শনিবার রাতে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। তাঁর বাবার নাম আলাউদ্দিন।
রেলওয়ে পুলিশ জানায়, তিস্তা এক্সপ্রেস ট্রেনে জামালপুর থেকে ঢাকায় আসেন আশরাফুল। খিলগাঁওয়ে নেমে হেঁটে রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আরেকটি ট্রেন তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল দিবাগত রাত ২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) সিকান্দার আলী বলেন, অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেন থেকে নামার পর পাশের লাইনে আরেকটি ট্রেন হয়তো খেয়াল করেননি তিনি।
নিহতের খালু রেজাউল মাসুম বলেন, ‘আশরাফুল তাঁর স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গতকাল তাঁর ভাগনিকে নিয়ে ঢাকায় ফিরে আমার খিলগাঁওয়ের বাসায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে।’