রামপুরায় আবারো শিক্ষার্থীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১২ পিএম, ৩ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:২৩ এএম, ১৮ জানুয়ারী,শনিবার,২০২৫
বেশ কয়েকদিন ধরেই নিরাপদ সড়ক ও গণপরিবহনে হাফ পাসের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কের ভিন্ন ভিন্ন পয়েন্টে আন্দোলন করতে দেখা গেছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজের এক অংশে অবস্থান নিয়েছেন তারা।
রামপুরা ব্রিজে শুক্রবার যারা অবস্থান নিয়েছেন তারা খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছেন তারা।
এদিকে রামপুরার ওই এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ১০ থেকে ১২ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রিজের রামপুরা থানার অংশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে রেখেছি।