গণতন্ত্রের দোহাই দিয়ে দেশে মনগড়া শাসন চলছে - ইসলামী সমাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৯ এএম, ২০ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৪৪ এএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গণতন্ত্রের দোহাই দিয়ে জনগণের সার্বভৌমত্বের নামে দেশে দীর্ঘ ৫০ বছর ধরে দলীয় নেতাদের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমীর সৈয়দ হুমায়ূন কবীর। তিনি বলেন, মানুষের মনগড়া সংবিধানের ভিত্তিতে চলছে দেশ। যার কারণে জনগণ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গি তৎপরতা, গুম-খুন, ধর্ষণ ও মাদকে সয়লাব হয়েছে দেশ।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন ইসলামী সমাজের আমীর সৈয়দ হুমায়ূন কবীর।
তিনি আরও বলেন, সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে, আল্লাহর নির্দেশিত পথে ও হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত সমাজ ব্যবস্থা কায়েম হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত হবে। মানুষের মৌলিক অধিকারসহ সকল অধিকার আদায় ও সংরক্ষণ হবে এবং সকল প্রকার দুর্ভোগ ও অশান্তি দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।
সৈয়দ হুমায়ূন কবীর বলেন, বর্তমানে দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে এই রাষ্ট্রে পুরোপুরিভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। পুরোপুরি ইসলাম প্রতিষ্ঠা ছাড়া এই দেশে সুশাসন-ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না। দল-মত নির্বিশেষে সকলকে ইসলামী সমাজ পরিচালিত ইসলাম প্রতিষ্ঠার শান্তিপূর্ণ আন্দোলনে শামিল হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছি। মানববন্ধনে ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা সোলায়মান কবীর, তথ্য বিভাগের সহকারী সোহাগ আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।