নবাবগঞ্জে ট্রাক চাপায় একই পরিবারের ৩ নারী নিহত আহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫০ পিএম, ২৭ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৫২ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মৃত আত্মীয়ের লাশ দেখতে গিয়ে সড়কে ট্রাক চাপায় একই পরিবারের ৩ নারী নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালকসহ ঐ পরিবারের আরো ৩ জন আহত হন। এদের মধ্যে মালা বেগমের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন, উপজেলার নয়নশ্রী এলাকার শফি বেপারীর স্ত্রী ময়না বেগম (৫০), তার মেয়ে সুফিয়া বেগম (২৫), ও সুফিয়ার মামী রাহেলা বেগম (৪০)। এঘটনায় আহত চারজন হলেন সুফিয়ার চাচা রাজ্জাক বেপারী, চাচাতো ভাই পারভেজ, ফুফু মালা বেগম ও ইজিবাইক চালক মিরাজ।
আজ সোমবার সকাল পোনে ৮টার দিকে উপজেলার মৃধাকান্দা মোড়ে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে তার পরিবারবর্গদের নিয়ে ইজিবাইক করে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশ্যে রওনা হন। মৃধাকান্দা মোড়ে আসলে পড়ে নবাবগঞ্জ থেকে একটি বালু বাহী ট্রাক এসে ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়। আহত অবস্থায় ৪ জনকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে মালা বেগমের অবস্থা আশঙ্কা দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মালা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবার জানিয়েছেন ও বাকী ৩ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।