ভোজ্যতেলের সংকট-মূল্য বৃদ্ধি
ব্যবসায়ীদের কাছে আমদানির পরিমাণ জানতে চেয়েছে অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৩ এএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৩:২৪ পিএম, ১২ অক্টোবর,শনিবার,২০২৪
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে সরবরাহ কমিয়ে দেশে সয়াবিন তেলের সংকট সৃষ্টি করেছেন ব্যবসায়ীরা। এতে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে তেলের দাম। এমন পরিস্থিতিতে সব রিফাইনারি প্রতিষ্ঠানের কাছে ভোজ্যতেলের আমদানি ও রিফাইনের পরিমাণ জানতে চেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সব রিফাইনারি কোম্পানির কাছে ভোজ্যতেল বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। তারা গত তিন মাসে কী পরিমাণ আমদানি করেছে, কত পরিমাণ রিফাইন (পরিশোধন) করেছে, তা কাস্টমস পেপারসহ চাওয়া হয়েছে। এছাড়া তারা কত পরিমাণের ডিও/এসও দিয়েছে, কত ডেলিভারি করেছে এবং কত মজুত আছে, তা জানতে চেয়েছি।
সফিকুজ্জামান বলেন, আগামী সোমবার পর্যন্ত তাদের সময় বেঁধে দেয়া হয়েছে। তাদের কাছ থেকে তথ্য পাওয়া গেলে তেল নিয়ে তেলেসমাতি কারা করছে, তা ধরা পড়বে। তথ্য পাওয়ার পর প্রতিটি রিফাইনারিতে ভোক্তা অধিকার অভিযান চালাবে। ভোক্তা অধিদফতর এ কাজে সবার সহযোগিতা প্রত্যাশা করছে।