গণতন্ত্রের লড়াই করতে আওয়ামী নেতারা যোগ দিচ্ছে বিএনপিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪০ পিএম, ৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৯:৩০ এএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপিতে যোগ দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। তাদের বরণ করে নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ শনিবার রাজধানীর গুলশানে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যক্তিগত কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠিত হয়। নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. সুরুজ আলীর নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপির কোনো বিকল্প নেই। দেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে বিএনপি। তাই গণতন্ত্র মুক্তিকামীরা জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে আসতে শুরু করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের অ্যাডভোকেট ইউসুফ আলী, হালসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক মাজেদ মণ্ডল প্রমুখ।