আল জাজিরার প্রতিবেদনের ভুল আমরা তুলে ধরব-মোমেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২২ এএম, ৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০১:০৬ এএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আল জাজিরা প্রতিবেদন প্রকাশ করে তাদের ক্রেডিবিলিটি হারিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, জনগণ বুঝেছে যে, এটা মিথ্যা তথ্য। প্রতিবেদনটি আমরা দেখব, যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব। উই উইল স্যু। আমরা সেটার জন্য কাজ করছি।
আজ শনিবার আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে জাতিসংঘ অভিযোগ তদন্ত করতে বলেছে, এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘে একজন বাঙালি ভদ্রলোক নিয়মিত প্রশ্ন করেন, সেখানে তিনি আল জাজিরার প্রতিবেদনের বিষয়টি তুলে ধরেছেন। এরই পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, অভিযোগ খতিয়ে দেখা হোক। আমরাও মনে করি অভিযোগ খতিয়ে দেখা হোক। এতে আমাদের কোনো আপত্তি নেই।
এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, রাখাইনে সেনাবাহিনীর লোকজন গিয়েছিল। তারা সেখানে রোহিঙ্গাদের অভয় দিয়েছে। সেই খবর শুনে এখানকার রোহিঙ্গারা উৎসাহ বোধ করছে।
এছাড়া মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিষয়ে ব্যাখ্যা চেয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে একটি চিঠি দেয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।