শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলার ফ্লাইট থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৬ এএম, ২৮ অক্টোবর,সোমবার,২০২৪ | আপডেট: ১০:৩৯ পিএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটের সিটের নিচ থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
গতকাল রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ স্বর্ণগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, থাইল্যান্ডের ব্যাংকক থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ফ্লাইটটির ১৪-এ ও ১৫-এ এর সিটের নিচে খুব সূক্ষ্মভাবে লুকানো দুটি দুটি বান্ডিল লক্ষ্য করা যায়। পরে সেগুলো খুললে সেখানে স্বর্ণ মেলে।
দুটি বান্ডেল থেকে মোট ৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। সর্বমোট ৬ দশমিক ৯৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।