ইসলামী সম্মেলনে জনতার ঢল, রাজধানীজুড়ে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৫ পিএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৫:০৩ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়েছেন লাখো মানুষ। মহাসম্মেলনকে আলেম-ওলামা ও সাধারণ মানুষের ঢল নামায় ঢাকার অধিকাংশ সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। সকাল থেকে কোথাও থেমে থেমে চলছে গাড়ি, কোথাও আবার লম্বা সময় ধরে স্থবির হয়ে রয়েছে যান চলাচল। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, সায়েন্সল্যাব, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, গুলিস্তান মৎস্যভবনসহ এর আশেপাশে তীব্র যানজট দেখা গেছে। যানজটে আটকা পড়া যাত্রীদের অনেকে গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন।
মিরপুর থেকে গুলিস্তান উদ্দেশে যাচ্ছিলেন আরমান হোসেন। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে শেষে বাস থেকে নেমে পায়ে হেঁটে রওনা দিয়েছেন।
তিনি বলেন, গাড়ি এক যায়গায় আটকে গেছে। সামনেও যাচ্ছে না, পিছেও যাচ্ছে না। উপায় না পেয়ে শাহবাগ সিগন্যালে নেমে গেছি। বাকি পথ হেঁটেই যেতে হবে।
এদিন বাড়তি চাপ ছিল মেট্রোরেলেও। সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকে মেট্রোরেলে করে উদ্দেশে রওনা দেন। তবে এমআরটি পাস ও র্যাপিড পাসধারীদের সমস্যা কম হলেও সিঙ্গেল জার্নি টিকেটের জন্য দীর্ঘ লাইন ছিল।
উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় ইসলামী মহাসম্মেলন যোগ দিতে কয়েক লাখ মানুষ এসেছেন। আলেম–ওলামাদের ভিড়ে সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের এলাকা ভরে গেছে।