মিরপুরে ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৮ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৭:০১ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
রাজধানীর মিরপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
গতকাল বৃহস্পতিবার মিরপুরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে এ ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির সাবেক সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জিয়াউর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার সাবেক (সদস্য সচিব) নাসিম হায়দার সুমন, মিরপুর থানা ছাত্রদলের সভাপতি সোহেল, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক (যুগ্ম আহব্বায়ক) মীর হোসেন মিরুর তত্ত্বাবধায়নে এ কর্মসূচি পালিত হয়।