বাংলাদেশের স্বাধীনতা ৫০ বছর উপলক্ষে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন বছরব্যাপী কর্মসূচী উদ্বোধনী ১ মার্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৪ পিএম, ২৮ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৩:০২ এএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশের স্বাধীনতা ৫০ বছর উপলক্ষে বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন বছরব্যাপী কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ১ মার্চ সোমবার বেলা ৩ টায় গুলশান ৪১ নম্বর সড়কে হোটেল লেকশো’তে।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান!
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর !
সভাপতিত্ব করবেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক ও বিএনপির স্হায়ী কমিটি সদস্য ডক্টর,খন্দকার মোশাররফ হোসেন !
আরো আমন্ত্রিত অতিথি থাকবেন দেশ বরেণ্য বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও পেশাজীবি নেতৃবৃন্দ।
এরপর ১ মার্চ সোমবার সন্ধ্যায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন সাজসজ্জা মুক্তি যুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী শুরু হবে।