ময়মনসিংহে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাবেক ছাত্রদল-যুবদল নেতাদের খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৬ এএম, ৪ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:৫৪ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
ময়মনসিংহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে অসহায়-দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছে জেলার সাবেক ছাত্রদল ও যুবদল নেতারা।
আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর সানকিপাড়া এলাকায় এ খাবার বিতরণ করা হয়।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এতে উপস্থিত ছিলেন সাবেক যুবনেতা বর্তমান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন, সদস্য বাবলা, কেন্দ্রীয় যুবদলের বিভাগীয় সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক, সাবেক যবদল নেতা জগলুল হায়দার, কাজী আফতাব উদ্দিন সাজ্জাদ, সাবেক ছাত্রনেতা শামসুল ইসলাম রাসেল, রাশেদ প্রমূখ।