ঢাকায় ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৮ এএম, ৪ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:১৩ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শহর ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বের করে জামালপুর শহর ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। জামালপুর শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদের সভাপতিত্বে ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জনি, শহর ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান কায়সার প্রমুখ।
বক্তারা ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।