টিএসসিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারিয়াকান্দিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ এএম, ৪ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৩২ পিএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীর কর্মসুচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতৃবৃন্দের উপড় ছাত্রলীগ ক্যাডারদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে পুলিশী বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর ছাত্রদল এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সারিয়াকান্দী উপজেলা ছাত্রদল নেতা মোঃ নজরুল ইসলাম নিশানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পৌর এলাকা প্রদক্ষিন করে। মিছিল শেষে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, রোকনুজ্জামান জিতু, শফিকুল ইসলাম শফিক, রবিউল ইসলাম রবি, রবিউল ইসলাম, জিহাদুল ইসলাম ঝন্টু, পৌর ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম রিপন, শাকিল মন্ডল, মেহেদী,মাসুম, সোহেল, আকিল, কর্ণিবাড়ি ইউনিয়ন ছাত্রদল নেতা ওমর ফারুক পলাশ, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আজিজুল হাকিম, রাছিবুল ইসলাম আকাশ, আবদুল্লাহ, কাজলা ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিল আহম্মেদসহ উপজেলা ও পৌরছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন।