ফরিদগঞ্জে বিএনপির বর্ষিয়ান নেতার মৃত্যুতে সাবেক এমপি লায়ন হারুনের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১০ পিএম, ৬ জুন,রবিবার,২০২১ | আপডেট: ০৩:৩৬ পিএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, বর্ষিয়ান নেতা মজিবুর রহমান প্রকাশ মজু মেম্বার আর নেই।
আজ রবিবার গভীর রাতে ফরিদগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি ১ পুত্র সন্তান ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার বাদ জোহর ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জানাযায় ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান সহ বিএনপির নেতাকর্মীরা জানাযায় শরীক হয়েছেন। জানাযা শেষে মরহুমের লাশ তার গ্রামের বাড়ি বড়ালীতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে বিএনপির উক্ত নেতার মৃত্যুর সংবাদ পেয়ে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোকবার্তা দিয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক , ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ।