বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদাত দিবসে ড্যাব’র দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৬ পিএম, ৬ জুন,রবিবার,২০২১ | আপডেট: ১০:৪৪ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ড্যাব বগুড়া জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বাদ জোহর শহরের নাটাইপাড়ায় নুরুস্সুন্নাহ জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এডভোকেট সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা।
উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি ডা: শাহ মোঃ শাজাহান আলী। আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ড্যাব বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ,এইচ,এম শাহ আলী, ডা: জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ডা: ইউনুস আলী, যুগ্ম সম্পাদক ডা: আব্দুল আলীম, ডা: আনাউল্লাহ শাহীন, সাংগঠনিক সম্পাদক ডা: মইনুল হাসান রাব্বী, ডা: সাদিকুল ইসলাম সাদিক, ডা: মিনহাজ উদ্দিন, ডা: রোকনুজ্জামান, ডা: রায়হান, গাবতলী থানা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।