কাদের মির্জা গ্রেফতার না হলে বৃহস্পতিবার থেকে অবরোধের হুমকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩ এএম, ১৬ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০১:২১ এএম, ১৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ওরফে বাদলের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্ত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে গ্রেফতারে আলটিমেটাম দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। বুধবারের মধ্যে এ দাবি বাস্তবায়িত না হলে বৃহস্পতিবার (১৭ জুন) থেকে কোম্পানীগঞ্জে লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। দুপুর ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে উপজেলা আওয়ামী লীগের ওই বিজ্ঞপ্তি পাঠানো হয়।
মিজানুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এর আগে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের অনুসারীদের অবরোধের নামে ২০০ সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আবদুল কাদের মির্জা। অন্যথায় বুধবার থেকে কোম্পানীগঞ্জে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। পাল্টাপাল্টি এই অবরোধ কর্মসূচির ডাক দেয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। এ বিষয়ে প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেছেন কোম্পানীগঞ্জের বাসিন্দারা।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার বেলা দুইটায় জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন মুঠোফোনে বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়টি সম্পর্কে তিনি ইতিমধ্যে অবহিত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হবে। উপজেলা আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে মিজানুর রহমানের ওপর হামলার প্রতিবাদে ও কাদের মির্জাসহ হামলাকারী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে ডাকা ৬০ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফল করায় কোম্পানীগঞ্জবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে আলটিমেটাম দেয়া হয়, বুধবারের মধ্যে মামলা গ্রহণ করে আবদুল কাদের মির্জাসহ হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় বৃহস্পতিবার থেকে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি দাবি জানিয়ে বলা হয়, বসুরহাট পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আবদুল কাদের মির্জা আইন অমান্য করে প্রতিষ্ঠানটিকে নিজস্ব সম্পত্তি বানিয়ে পৌর ভবনকে সন্ত্রাসীদের আস্তানা ও মিনি ক্যান্টনমেন্ট হিসেবে গড়ে তোলার অপরাধে তাকে মেয়র পদ থেকে অপসারণ করে তাকেসহ পৌর ভবনে অবস্থানকারী সব অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন দিলেও তার ফোন ব্যস্ত পাওয়া যায়। তাই এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। গত শনিবার সকাল নয়টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও তার সঙ্গী মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিব আহসানের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা এ সময় মিজানুরের ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করে। হামলায় মিজানুরের ডান হাত, দুই পা ও বুকের হাড় ভেঙে যায়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ওবায়দুল কাদেরের ভাগনে মাহবুবুর রশিদের দাবি, আবদুল কাদের মির্জার নেতৃত্বে তার অনুসারীরা মিজানুর রহমানের ওপর হামলা চালিয়েছে।