ধামইরহাটে উমার ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুজ্জামান আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫২ পিএম, ১৭ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:৫৯ পিএম, ১৫ জানুয়ারী,
বুধবার,২০২৫
নওগাঁর ধামইরহাটের ৪ নং উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান (৫০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। উপজেলার চকিলাম (দূর্গাপুর) গ্রামের মৃত মনছের মন্ডলের ছেলে উমার ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল (৫০) অসুস্থ অবস্থায় ৮ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন, চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর ২.৪০ মিনিটে তিনি মারা যান। তার হার্ড ও ফুসফুসে জটিল সমস্যা দেখা দিলে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সর্বশেষ আজ দুপুর অনুমান আড়াইটার দিকে রামেক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের ভাই এমরান হোসেন জানান, সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার পরও তাকে বাঁচানো গেল না। ১৮ জুন সকাল ১০ টায় চকিলাম বিওপির সামনে ভাঙ্গাদিঘী ঈদগাহ মাঠে মৃতের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
তার অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, সাবেক এমপি জনাব, সামসুজ্জোহা খান, ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপল, বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।