সাবেক ছাত্র নেতা সাদমানের মৃত্যুতে চট্টগ্রামে নেমেছে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৬ এএম, ৩০ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০২:২৭ এএম, ১৩ অক্টোবর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক আইন সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক, শিক্ষানবিশ আইনজীবী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বর্তমান চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম সদস্য ইকবাল চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান রাছাম চৌধুরী সাদমানের রুহের মাগফেরাত কামনায় এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় একটি হোটেলে। আমিরাত বিএনপির অন্যতম সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সারজা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম সিআইপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাদমান একজন মেধাবী, সাহসী এবং চৌকস ছাত্রনেতাই ছিলেন না, সাদমান একজন অসম্ভব বিনয়ী, সদালাপী এবং অমায়িক ব্যক্তি ছিলেন। দেশনায়ক তারেক রহমান এবং জাতীয়তাবাদী ছাত্রদল ছিল তার সমস্ত অস্তিত্ব জুড়ে, তার আবেগ, ভালোবাসা এবং স্বপ্ন ছিল। তার অকাল প্রয়াণে দল হারিয়েছে একজন সুদক্ষ এবং নিবেদিতপ্রাণ কর্মী, আমি ব্যক্তিগত হারিয়েছি আমার এক আদরের ছোট ভাইকে। তাকে হারানোর বেদনা আমাদের সকলকে আমৃত্যু বয়ে বেড়াতে হবে কিন্তু সাদমানের স্মৃতিকে আমরা বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণপুরুষ দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে অধিষ্ঠিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবো, অব্যাহত রাখবো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার গণতান্ত্রিক আন্দোলন। এটাই ছিল সাদমানের স্বপ্ন সাদমানের প্রতিজ্ঞা।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারজা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমিরাত বিএনপির প্রচার সম্পাদক ও সারজা বিএনপির প্রধান উপদেষ্টা নুর নবী ভূইয়া। আজমান বিএনপির সভাপতি শাহানুর শাহীন, জাতীয়তাবাদী সন্দ্বীপ ফোরামের সভাপতি সেলিম উদ্দীন, আজমান বিএনপির সিনিয়র সহ-সভাপতি তসলিম উদ্দীন চৌধুরী, সারজা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক ও দুবাই বিএনপির অন্যতম নেতা মুজিবুল হক মন্জু, সারজা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাহেদুল ইসলাম সাহেদ, আজমান শ্রমিক দলের সভাপতি মাহমুদ হাসান ফরহাদ, দুবাই বিএনপির অন্যতম নেতা জিএম সাইফুল ইসলাম, আজমান বিএনপির অন্যতম নেতা মুহাম্মদ তারেক, হাটহাজারী পৌরসভা যুবদল নেতা মুহাম্মদ হাছান, আজমান যুবদল নেতা তাজুল ইসলাম, সারজা বিএনপির অন্যতম নেতা জাহাঙ্গীর আলম। সারজা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাবিব উল্লাহর দোয়া পরিচালনায় উক্ত সভায় নিহত ছাত্রদল নেতা সাদমানের রুহের মাগফেরাতের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা করা হয়। এতে আমিরাতের বিভিন্ন স্টেট থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা জাকারিয়া রাশেদ।