ফরিদপুরে অসহাদের মাঝে স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪১ পিএম, ১০ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০৪:১১ এএম, ৯ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল।
আজ শনিবার বেলা ১২টার দিকে এসব অসহায় মানুষের মাঝে খাবার তুলে দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকট হাবিবুর রহমান হাফিজ।
ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুর রহমান মৃধার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ ইয়াদ তন্ময়, যুগ আহ্বায়ক শেখ সুলতান মাসুদ, মাহফুজুর রহমান সবুজ, সাইফুল ইসলাম টিপু, সাজ্জাদ হোসেন বাবু, মো. আরিফ হোসেন, জাহিদুল ইসলাম, মো. ইয়াকুব প্রমুখ।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এসময় বলেন, করোনা মহামারীর সময়ে চলমান লকডাউনে চিকিৎসা নিতে আসা রোগীদের অসহায় স্বজনদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই খাবার বিতরণ করা হচ্ছে। আমরা ইতিপূর্বেও অসহায় মানুষের পাশে ছিলাম। আগামীতেও থাকবো ইনশাল্লাহ। তিনি সমাজের সামর্থবান মানুষদের প্রতি বর্তমান এই সময়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর উদাত্ত আহ্বান জানান।