তালার ইসলামকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি খাঁন রেজাউলের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৩ পিএম, ১৩ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৩৬ পিএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি খাঁন রেজাউল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিৃ রাজিউন)।
আজ মঙ্গলবার দুপুর একটার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়ি ইসলামকাটি গ্রামে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর।
তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, খাঁন রেজাউল ইসলাম দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেছে।
তার মৃত্যুতে তালা উপজেলা বিএনপি সভাপতি মৃনাল কান্তি রায়, সহ- সভাপতি গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন ও ইসলামকাটি ইউনিয়ন বিএনপি গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন।
বিএনপির এই প্রবিন নেতার মৃত্যুর খবরে উপজেলা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।