অক্সিজেনের অভাবে মানুষ মারা যাবে মেনে নেয়া যায় না: মঞ্জু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৪ পিএম, ১৩ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:২১ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, করোনাকালে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাবে এটা মেনে নেয়া যায় না। এটা সরকারের চরম ব্যর্থতা। প্রত্যেক জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন থাকা উচিত। একইভাবে প্রত্যেক জেলায় আইসিইউ থাকতে হবে।
আজ মঙ্গলবার বেলা ২টায় খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় মহানগর বিএনপির উদ্যোগে কর্মহীন ক্ষুধার্ত ৪শ’ মানুষের মাঝে রান্না খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঞ্জু আরও বলেন সরকার চরম দুর্নীতিতে নিমজ্জিত। করোনাভাইরাসে যখন মানুষের জীবন চলে যাচ্ছে, তখন স্বাস্থ্য খাতে নানা দুর্নীতি চলছে। বিএনপির বার বার বলে আসছে জেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ শয্যা, অক্সিজেন সরবরাহ ও ওষুধের ব্যবস্থা করা হোক। দুর্ভাগ্যজনকভাবে শতকরা অর্ধেকের বেশি হাসপাতালে কোনো আইসিইউ শয্যা নেই। বিএনপি নেতাকর্মীরা সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। করোনা পরিস্থিতিতে মানুষকে খাদ্য সহায়তা, সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সরবরাহ আমাদের সেবামূলক কার্যক্রমেই অংশ।
শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আবু সাইদ হাওলাদার আব্বাস, মিজানুর রহমান মিলটন, আলমগীর হোসেন, জামাল হোসেন, শহিদুল ইসলাম, এমদাদ হোসেন, শেখ আশরাফ হোসেন, শওকত হোসেন, আজমল হোসেন আজম, শামীম আশরাফ, এবাদুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, মাসুদ রুমী, তুহিন ইসলাম, আবিদ আলম রাহাত, মোল্লা সোহাগ, আল আমিন, শাহীন হোসেন, রাসেল হাওলাদার, আ: রব প্রমুখ।