তারেক রহমানের পক্ষে পাবনায় প্রয়াত দলীয় নেতাকর্মীদের পরিবারকে ঈদ উপহার প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৯ পিএম, ২০ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৫০ পিএম, ৬ অক্টোবর,রবিবার,২০২৪
পাবনা সদর উপজেলার প্রয়াত নেতাকর্মীদের পরিবারকে তারেক রহমানের পক্ষে পাবনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের তত্ত্বাবধানে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুল হক বাবুর ব্যাবস্থাপনায় ঈদ উপহার প্রদান করা হয়।
আতাইকুলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাবেক সহসভাপতি সাত্তার মোল্লা। গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক ইব্রাহিম চেয়ারম্যান, সাবেক সদর উপজেলার যুগ্ম সম্পাদক দুলাল মাষ্টার, রিপন হোসেন। মালন্চী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাবেক সভাপতি হাসেন মেম্বার। চর তারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি নূরাল বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক বড় মনি। সাদুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি দবির খাঁ, সাবেক বিএনপি নেতা মোনজেদ আলী, মুকাই খাঁ। সাবেক যুগ্ম সম্পাদক ডা: ইউনুস, মোন্তাজ চেয়ারম্যান সহ ধারাবাহিক ভাবে ৩৫ জন প্রয়াত নেতার বাড়িতে দেশ নায়ক তারেক রহমানের উপহার পৌছে দেওয়া হয়।