সিরাজগঞ্জে বিএনপির করোনা হেল্প সেন্টারে ৫টি অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন ড এম এ মুহিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩১ পিএম, ২৫ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ১১:৫৯ পিএম, ১ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে করোনা হেল্প সেন্টারে ৫ টি অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ উপদেষ্টা ও শাহজাদপুর উপজেলা বিএনপির আহবায়ক ড এম এ মুহিত।
আজ রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে ড এম এ মুহিত তার প্রতিনিধির মাধ্যমে ৫টি অক্সিজেন সিলিন্ডার পাঠালে তা গ্রহণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মইনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে রবিবার ১১ তম দিনের মতো সিরাজগঞ্জ জেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে স্থাপিত "করোনা সহায়তা চিকিৎসা সেবা কেন্দ্র" -এর কভিড-১৯ উপসর্গ থাকা রুগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান অব্যাহত ছিল।