সিরাজগঞ্জে করোনা আক্রান্ত এক পিতৃহীন তরুণীকে বিএনপির সহযোগিতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৪ পিএম, ২৮ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:৩৪ এএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামে করোনা আক্রান্ত এক পিতৃহীন তরুণীর সুচিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে স্হাপিত করোনা হেল্প সেন্টার থেকে একটি অক্সিজেন সিলিন্ডার সহ প্রয়োজনীয় ঔষুধ পাঠানো হয়েছে।
আজ বুধবার সকালে সিরাজগঞ্জ বিএনপি অফিসের করোনা হেল্প সেন্টারের হট লাইল মোবাইল নম্বরে করোনা আক্রান্ত পাইকোশার এক তরুণীর পরিবার থেকে ফোন করে সহযোগিতা চাওয়া হয়। পরে বেলা সাড়ে ১১টার সময় বিএনপি অফিসে করোনা আক্রান্ত ঐ তরুণীর পরিবারের এক সদস্যর নিকট অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োনীয় ঔষুধ হাতে তুলে দেন।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুনর রশীদ খান হাসান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ও ডাঃ রাহাত।
এছাড়া জেলা বিএনপি কার্যালয়ে স্থাপিত করোনা হেল্প সেন্টার থেকে রোগীদের মাঝে ওষুধ সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ রাশেদলু হাসান রনজন তার সহধর্মিণী কাকলী হাসান লাকী।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গত ১৩ জুলাই তারিখে বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে "করোনা হেল্প সেন্টার" এর মাধ্যমে সিরাজগঞ্জের দরিদ্র, দুঃস্থ, অসহায় করোনা উপসর্গ থাকা ও আক্রান্ত রুগীদের বিনামূল্যে সেবা প্রদানের কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি "জাতীয় করোনা পর্যবেক্ষণ সেল" এর আহ্বায়ক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।