চট্টগ্রাম নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরীর স্বামীর মৃত্যুতে বিএনপির শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪২ পিএম, ২৯ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:৫২ পিএম, ৮ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর স্বামী মো. শফি চৌধুরী বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মেহেদীবাগস্থ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে শফি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, শফি চৌধুরীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। তিনি একজন সদা হাস্যজ্জল ও বিনয়ী মানুষ ছিলেন। জেলী চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছায়াসঙ্গী হিসেবে ছিলেন। ন্যায় এবং নীতির প্রশ্নে তিনি কখনও আপোস করেননি। তার মৃত্যুর সংবাদ আমাদের জন্য অত্যন্ত বেদনার। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।