মহিলা মেম্বারকে মারপিট, খুলনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ এএম, ২ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ১১:৫১ পিএম, ৮ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
খুলনায় মহিলা মেম্বারকে মারপিটের মামলায় তেরখাদা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বারাসাত ইউনিয়নের চেয়ারম্যান কেএম আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার সকালে তেরখাদা থেকে তাকে গ্রেফতার করে খুলনা সদর থানা পুলিশ। এ মামলায় চেয়ারম্যানসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মিল্টন মুন্সি (৪৫) ও সোহাগ মুন্সি (৩৪)। গ্রেফতারের পর তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গত ২৮ জুলাই বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে একই ইউনিয়ের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সদস্য রিনা বেগম।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৮ জুলাই সকাল সাড়ে ১০টায় খুলনা থানাধীন জেলখানা ঘাটস্থ টোল প্লাজার সামনে মেম্বার রিনা বেগমকে মারপিট করেন গ্রেফতারকৃত ব্যক্তিরা। এছাড়া তারা ওই নারী মেম্বারের কাছে থাকা ১৫ হাজার ২০০ টাকা লুটে নেয়।
খুলনা সদর থানার ওসি হাসান আল-মামুন বলেন, গতকাল সকালে মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।