বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় জয়ের করোনা হেলথ ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৩ এএম, ৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৪৪ এএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নিদের্শনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায়, অভিজ্ঞ ডাক্তারদের অকান্ত পরিশ্রমে জয়ের পরিচালনায় আজ বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নে করোনা রোগীদের বিনামূল্যে ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন এবং ইউনিয়ন হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল কাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা কমিটির উপদেষ্টা বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয় এর পরিচালনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা টেলি-মেডিসিনের মাধ্যমে ইউনিয়নের প্রায় শতাধিক রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহসিন আলী মাষ্টার, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি, বিএনপি নেতা জাহিদুর রহমান, হারুনুর রশিদ, আবুল বাশার, আনিছুর রহমান, স্বাস্থ্যকর্মী ও থানা যুবদলের সদস্য শাহীদুজ্জামান রয়েল, স্বাস্থ্যকর্মী বিপ্লব মিয়া, সাব্বির হোসেন শুভ, আব্দুস সালাম রিফাত, আবু বক্কর, মতুজা, সৌরভ, সাহাদত হোসেন, নাহিদ, থানা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান আলী আকন্দ, থানা যুবদলের যুগ্ম আহবায়ক নুর মাহমুদ, সোহেল হোসেন, আব্দুর রউফ, সাজেদুর রহমান সাজু, যুবদল নেতা রাজিবুল, বেলাল হোসেন, রয়েল, মজনু, আলিম, সেলিম, তারেক, জুয়েল, সাইদুল, সোবাহান, শাজাহানপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আবায়ক শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা শারিফুল ইসলাম, মোস্তাফিজার রহমান জুয়েল, সিহাব উদ্দিন, থানা ছাত্রদল নেতা আবু বক্কর, খোট্রাপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মরতুজা মাহমুদ ও আঃ আহাদ আলী প্রমূখ।