শ্রীপুরে আগুনে পুড়িয়ে হত্যার শিকার আরিফের পরিবারের পাশে বিএনপির কেন্দ্রিয় নেতা বাচ্চু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০০ পিএম, ৬ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৩৪ এএম, ১৮ জানুয়ারী,শনিবার,২০২৫
গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি মোড় এলাকায় দোকানে আগুন দিয়ে আরিফ হোসেনকে হত্যার ঘটনায় তার পরিবারের পাশে দাড়িয়ে সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রিয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। এসময় দলীয় নেতাকর্মী নিয়ে তিনি নিহতের কবর জিয়ারত করেন।
আজ শুক্রবার বিকেলে তিনি আরিফের বাড়ী তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে গিয়ে নিহতের পরিবারকে সান্তনা দিয়ে দ্রুত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, অপরাধীদের কোন দল যেমন নেই তেমনি রাজনৈতিক পরিচয়ও নেই। এমন নেক্কারজনক ঘটনার জন্য বিএনপির পক্ষ থেকে তিনি অসহায় হয়ে পড়া এ পরিবারটিকে সমবেদনা জানাতে এসেছেন। এ ঘটনায় একজন গ্রেপ্তার হলেও অন্যান্য অপরাধীদেরও দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ওলামা দলের আহবায়ক ক্বারী সিরাজুল ইসলাম, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল, ইউনিয়ন বিএনপির নেতা, শাহাবুদ্দিন তোতা, সাইদ মেলিটারী, তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, জেলা যুবদলের সদস্য রুকনউজ্জামান, যুবদল নেতা আক্তার হোসেন, শ্রমিদল নেতা, রানা আহমেদ, আতক বন্দুকশী, আমিনুল হক সেচ্ছাসেবক দল শরাফত হোসেন সাগর, ছাত্রদল নেতা মামুন ফরাজি প্রমুখ।