সরকার শিক্ষা ও স্বাস্থ খাতকে ধ্বংস করে দিয়েছে - টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ পিএম, ৭ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৬:১১ পিএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
করোনাকালিন সময়ে সাধারণ মানুষের সহযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে নারায়ণগঞ্জে বিএনপির করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে এই হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়।
করোনা সংক্রমণ যতদিন থাকবে তাদের এই সেবা চলমান থাকবে বলে জানিয়েছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। প্রতিদিন সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত জেলা বিএনপির বিএনপির নেতারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবেন। সে লক্ষ্যে তাদের একটি উপ কমিটিও গঠন করা হয়েছে।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষণ কমিটির আহবায়ক ইকবাল হাসান টুকু প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করেন।
ইকবাল হাসান টুকু বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ খাতকে ধ্বংস করে দিয়েছে। সরকারী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুধু বড় বড় কথা বলেন। তাদের কথার সাথে বাস্তবতার মিল নেই। আমরা সরকারী দলের মন্ত্রীদের মতো এত পাগল হই না যে একেক সময় একে কথা বলবো। আমরা সীমিত সম্পদ নিয়েও চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকের এই করোনা হেল্প সেন্টার নারায়ণগঞ্জবাসীর জন্য উৎসর্গ করা হলো।
উদ্বোধনকালে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকারের মন্ত্রী বলে বেড়ান করোনাকালে বিএনপি কাজ করছে না। বিএনপি কাছ করছে কি করছে না সেটাই নারায়ণগঞ্জেই প্রমাণ পাওয়া যায়। আপনারা জানেন নারায়ণগঞ্জে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ছোট ভাই মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খোরশেদ কি করেছেন। মানুষের সেবায় কিভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার সেবা কার্যক্রম বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করেছে। তাকে করোনা হিরো উপধি দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ ও হেল্প সেন্টার উপ কমিটির আহবায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য নজরুল ইসলাম টিটু, সদর উপজেলা চেয়ারম্যান বিএনপির নেতা আবুল কালাম আজাদ বিশ্বাস, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবি ও আব্দুল হাই রাজু আশরাফুল হক রিপন, রিয়াদ মো. চৌধুরী, একরামুল কবির মামুন, শাহ আলম মুকুল, রহিমা শরীফ মায়া, রুহুল আমিন, মাসুকুল ইসলাম রাজীব ও জুয়েল আহমেদ প্রমুখ।