দিনাজপুর জেলা যুবদল একেএম মাসুদুল ইসলাম মাসুদ এর ভাইয়ের মৃত্যুতে নীরব টুকুর শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৫ এএম, ৯ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৩৩ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দিনাজপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদ এর ৩ নং ভাই, দিনাজপুর পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সহ সভাপতি একেএম জাহাঙ্গীর ইসলাম আজ রবিবার ৬.৪০ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এক শোক বার্তায় মাসুদুল ইসলাম মাসুদের ভাই একেএম জাহাঙ্গীর ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মাসুদের ভাই এর মৃত্যুতে তার পরিবারের ন্যায় আমরা যুবদল পরিবার সমভাবে ব্যাথিত ও মর্মাহত। একেএম জাহাঙ্গীর ইসলাম শত হামলা মামলা সহ্য করেও আমৃত্যু শহীদ জিয়ার আদর্শ থেকে একচুল পরিমাণ বিচ্যুত হননি, তার মতো একজন সূর্য সৈনিকের অকাল প্রয়াণ দলের জন্য অপূরণীয় ক্ষতি যা পূরণ হওয়ার নয়। দোয়া করি মহান আল্লাহ পাক যেন তার পরিবার কে এই শোক সইবার তৌফিক দান করেন।
নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত পরকালে জান্নাত কামনা করেন এবং তার রেখে যাওয়া পরিবার পরিজন নিকটাত্মীয়স্বজন ও গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।