সিরাজগঞ্জ বিএনপি করোনা হেল্প সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের অক্সিজেন সিলিন্ডার প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৮ এএম, ১২ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৪৭ এএম, ১২ অক্টোবর,শনিবার,২০২৪
সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে স্থাপিত করোনা হেল্প সেন্টারে চারটি অক্সিজেন সিলিন্ডার ও ঔষধাদি দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
আজ বুধবার সন্ধায় সিরাজগঞ্জ জেলা সদরের ইবি রোডস্থ জেলা বিএনপির অফিসে করোনা হেল্প সেন্টারে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নিকট অক্সিজেন সিলিন্ডার গুলো ও ঔষুধাদি হস্তান্তর করেন সিরাজগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ আব্দুল লতিফ এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ডাঃ এরফান আহমেদ সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক রেজাউল করিম জোয়ার্দার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহসান, সহ-সাধারণ সম্পাদক মুন্না, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকারিয়া ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর শাকিল, ডাঃ রাহাতসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির করোনা জাতীয় পর্যবেক্ষণ সেলের আহবায়ক সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রত্যক্ষ তত্তাবধানে গত একমাস যাবৎ সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে করোনা হেল্প সেন্টারে সকাল বিকাল করোনা উপসর্গ নিয়ে আগত রোগীদের চিকিৎসকের মাধ্যমে ব্যবস্থাপত্র ও ঔষুধ দেওয়া হচ্ছে, স্বাস্থ্যকর্মী দ্বারা রোগী সেবা ও বিএনপি করোনা হেল্প সেন্টারে হট লাইন মোবাইলে সংবাদে করোনা রোগীর বাড়ীতে বাড়ীতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে।